শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দায়িত্বপ্রাপ্তদের সততা থাকতে হবে

অধ্যাপক নজরুল ইসলাম

দায়িত্বপ্রাপ্তদের সততা থাকতে হবে

বার বার এই নগরের মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি সামনে আসছে। বহুতল ভবনগুলো নির্মাণেই সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ এখানে বিনিয়োগ বেশি। জানমালের ক্ষতির ঝুঁকিও বেশি। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু তা হয়নি। আগুন বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ঢাকা শহরে নেই। রাজধানীতে ছয় হাজারের ওপরে বহুতল ভবন আছে। কিছু ভবন নিয়ম মেনে তৈরি হয়েছে। অধিকাংশেরই অনিয়ম-ত্রুটি ধরা পড়ছে। হাজারো ঝুঁকিপূর্ণ বহুতল ভবনকে ঝুঁকিমুক্ত করা দুরূহ কাজ। তাই ঝুঁকি কীভাবে কমিয়ে আনা যায় তা দেখতে হবে। দায়িত্বপ্রাপ্তরা পরীক্ষা করে দেখবে। যতখানি ত্রুটি শোধরানো সম্ভব তা করতে হবে। একেবারে ব্যবহার অযোগ্য হলে ভিন্ন কথা। তবে এটা করতে তদারকির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে শতভাগ সততা থাকতে হবে। নগরায়ণ সারা দেশেই পরিকল্পিতভাবে হওয়া উচিত। ঘনবসতিপূর্ণ ঢাকায় তো এটা সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত। এখানে একটি দুর্ঘটনা জানমালের অনেক বেশি ক্ষতি ডেকে আনে। কিন্তু এখানেই অপরিকল্পনা সবচেয়ে বেশি। ঢাকার পরিকল্পনার দায়িত্ব রাজউকের। আগে ছিল ডিআইটির। কোথায় আবাসিক হবে, কোথায় শিল্প-কারখানা সেই পরিকল্পনা তারা করবে। তা হয়নি। সবচেয়ে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাজধানী। এখানে শুধু অগ্নিকাে র ঝুঁকি নয়, একটা ভূমিকম্প হলে তা কীভাবে মোকাবিলা হবে সেই প্রস্তুতি একেবারেই নেই। বন্যা মোকাবিলার প্রস্তুতি নগরীর নেই। খাল-বিল ভরাট করে ফেলা হয়েছে। ফলে সামান্য পানিতেই জলাবদ্ধতা তৈরি হয়, বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এর দায় সবার। ২০১৫ সালে ইমারত নির্মাণ বিধিমালা যেটা হয়েছে তা আজও অনুমোদন পায়নি।

সর্বশেষ খবর