শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুপ্রভাতের মালিক তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীকে চাপা দেওয়ার ঘটনায় গ্রেফতার সুপ্রভাত পরিবহনের মালিক ননী গোপাল সরকারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মুগদা থেকে ননী গোপালকে গ্রেফতার করে ডিবি। বাসটির ঢাকার মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটের পারমিট থাকলেও সু-প্রভাত পরিবহনের ব্যানারে সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক থেকে গাজীপুরা রুটে চলাচল করত। প্রসঙ্গত, গত ১৯ মার্চ রাজধানীর নর্দা এলাকায় সু-প্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার নিহত হন। এ ঘটনায় তার বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় বাসের ড্রাইভার সিরাজুল ইসলাম, কন্ডাক্টর ইয়াছিন আরাফাত, হেলপার ইব্রাহীম ও বাসের মালিক ননী গোপালকে আসামি করা হয়। তাদের সবাইকে গ্রেফতার করে পুলিশ। বাস মালিক ননী গোপালের নির্দেশে সেদিন বাস চালিয়েছিলেন মর্মে জবানবন্দি দেয় কন্ডাক্টর ইয়াছিন।

সর্বশেষ খবর