শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শিল্পায়নে ব্যাংকনির্ভরতা কমাতে হবে

নিজস্ব প্রতিবেদক

শিল্পায়নে ব্যাংকনির্ভরতা কমাতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, ‘শিল্পায়নে দেশে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে আমাদের ব্যাংকনির্ভরতা কমাতে হবে। দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হতে হবে পুঁজিবাজার।’ গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে ক্যাপিটাল মার্কেট এক্সপোর দ্বিতীয় দিন আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি ও মান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা ড. এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর পরিচালক শাহ মো. আহসান, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রাইম ব্যাংকের এএমডি তাবারক হোসেন ভূঞা, আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার ভূইয়া প্রমুখ। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘বিশ্বের কোথাও দীর্ঘমেয়াদি অর্থায়নে ব্যাংকের ওপর নির্ভরতা নেই। অন্যান্য দেশে এ অর্থায়ন হয় পুঁজিবাজার থেকে। আমাদের দেশেও দীর্ঘমেয়াদি অর্থায়ন হোক পুঁজিবাজার থেকে। এতে ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমবে। এতে ব্যাংকের নন পারফরমিং (খেলাপি) লোন নিয়ে যে ঝুঁকিতে আছে তা থেকে রক্ষা পাবে।’ ফরাসউদ্দিন বলেন, ‘১৯৯২-৯৩ সালে সরকার কমার্শিয়াল ব্যাংকগুলোকে বাধ্য করেছিল দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য। আর তা বিজ্ঞজনোচিত কাজ হয়নি। আমি সরকারকে অনুরোধ করব, এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তন করে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নে মনোযোগ দেওয়ার ব্যবস্থা করতে।’ তিনি বলেন, ‘পুঁজিবাজার উন্নয়নের জন্য বন্ড মার্কেট উন্নয়ন করতে হবে, করপোরেট বন্ডের বিষয়ে চিন্তা করতে হবে।’

সর্বশেষ খবর