শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

উন্নয়নে বাধা দেওয়ার রাজনীতি থাকবে না

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নে বাধা দেওয়ার রাজনীতি থাকবে না

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,   উন্নয়নে বাধা দেওয়ার রাজনীতি এ দেশে থাকবে না। তিনি বলেন, দেশের উন্নয়নের পথে যারা বাধা, ধ্বংসাত্মক কর্মসূচি দেয়, রাজনীতির নামে পেট্রলবোমায় পুড়িয়ে মানুষ মারে, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে, মানুষের গণতান্ত্রিক চলার পথে বাধা সৃষ্টি করে, তাদের রাজনীতি আর বেশি দিন থাকবে না। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কংগ্রেস দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়। শ ম  রেজাউল করিম বলেন, এখন কোনো কোনো ক্ষেত্রে নিজের বিত্ত-বৈভবের রাজনীতি দেখি। এটা তো রাজনীতি হওয়ার কথা ছিল না। রাজনীতির ব্রত হতে হবে আত্মোৎসর্গের।

রাজনৈতিক নেতারা কেন দুর্নীতিবাজ হবেন? তাদের বিরুদ্ধে কেন দুর্নীতির মামলা হবে? রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু আমরা মনে করি কেউ যেন শত্রু না হয়। গুণগত মান এবং সৃজনশীলতার রাজনীতি ছাড়া মানুষের কল্যাণ হতে পারে না। আমরা চাই যারা ধ্বংসের রাজনীতি করে, যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করে, স্বাধীনতাবিরোধী রাজনীতি করে, তাদের বিনাশ হোক। আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি দেখতে চাই। যেখানে ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল, আবার বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের চেতনার দল। স্বাধীনতাবিরোধীরা থাকবে তা আমরা কল্পনাও করি না। বাংলাদেশ কংগ্রেসের সভাপতি কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, অ্যাডভোকেট মো. আবদুল আউয়াল, মো. জিয়াউর রহমান জিয়াসহ দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর