মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর শেখ আজিজ আর নেই

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর শেখ আজিজ আর নেই

ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শেখ আবদুল আজিজ (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গুলশানের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা সংগ্রামী শেখ আবদুল আজিজ ১৯২৯ সালের ২৭ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার টালিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মরদেহ ইউনাইটেড হিমঘরে রাখা হয়েছে। তার দুই ছেলে লন্ডন থেকে দেশে ফিরলেই দাফনের সিদ্ধান্ত। শেখ আবদুল আজিজ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন দলটির সবোর্চ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার একাধারে যোগাযোগ, কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এ ছাড়া বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।  মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকারের ৯ নম্বর সেক্টরের লিয়াজোঁ অফিসার ছিলেন শেখ আবদুল আজিজ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি পাস করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর সাড়ে তিন বছর কারাগারে ছিলেন শেখ আবদুল আজিজ। রাজনীতিই ছিল তার পেশা ও নেশা। বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছেন তিনি। আওয়ামী লীগের অন্যতম এই প্রতিষ্ঠাতার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও উপমন্ত্রী এনামুল হক শামীমসহ দলের নেতা-কর্মীরা। গতকাল রাতেই মাহবুব-উল আলম হানিফসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মরহুমের বাসায় যান। সেখানে দীর্ঘসময় তারা অবস্থান করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ খবর