মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

যশোর রোডের গাছ রক্ষা করুন

নিজস্ব প্রতিবেদক

যশোর রোডের গাছ রক্ষা করুন

যশোর-বেনাপোল সড়ক উন্নয়ন ও গাছ সংরক্ষণে প্রধানমন্ত্রীর নির্দেশ এবং হাই কোর্টের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। একই দাবি করেছে যশোর-বেনাপোল সড়ক উন্নয়ন ও সমন্বয় কমিটি। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠন দুটির নেতারা। এতে মূল বিষয়ের ওপর লিখিত বক্তব্য পাঠ করেন যশোর-বেনাপোল সড়ক উন্নয়ন ও গাছ রক্ষা কমিটির আহ্বায়ক আজিজুল হক মনি। সংবাদ সম্মেলনে গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, যশোর-বেনাপোল সড়কের এ গাছগুলো দেড়শ বছরের পুরনো। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি এ গাছগুলোর সঙ্গে জড়িত। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, তারা কীভাবে এ গাছ কাটার কথা বলে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে মুক্তিযুদ্ধের বহু স্মৃতিবিজড়িত এ গাছগুলো সংরক্ষণের দাবি করছি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, বেশির ভাগ মানুষ মনে করে, আমরা পরিবেশবাদীরা উন্নয়নের বিপক্ষে। তিনি বলেন, আমরা উন্নয়নের বিপক্ষে নই। আমরাও চাই দেশের উন্নয়ন, সড়কের উন্নয়ন। তবে তা গাছ কেটে পরিবেশ ধ্বংস করে নয়। প্রধানমন্ত্রীর নির্দেশ এবং হাই কোর্টের রায়ের পরেও কীভাবে কারা এ গাছগুলো কাটার চেষ্টা করে।

সর্বশেষ খবর