বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে ক্ষোভ-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে ক্ষোভ-বিক্ষোভ

শেয়ারবাজারে অব্যাহত দরপতনে দিশাহারা সাধারণ বিনিয়োগকারীরা গতকাল দ্বিতীয় দিনের মতো মতিঝিলে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। গতকালও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৫৩ পয়েন্টের বেশি কমেছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টি কোম্পানির শেয়ার দর হারিয়েছে। এদিকে তালিকাভুক্তিতে মানহীন কোম্পানির আইপিও বন্ধ করার আহ্বান জানিয়েছেন ব্রোকারেজ মালিকরা। প্রতিষ্ঠিত মানসম্পন্ন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত না হলে এ পরিস্থিতির উন্নয়ন হবে না বলে মনে করেন তারা। গতকাল মতিঝিলে ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। বাজার লেনদেনে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৬৫ কোটি ৯১ লাখ টাকা। যা আগের দিন সোমবার থেকে ৫৩ কোটি টাকা কম। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩১৩ পয়েন্টে। ধারাবাহিক এ দরপতনের প্রতিবাদে ডিএসইর সামনে থেকে গতকালও মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল করেন সাধারণ বিনিয়োগকারীরা। বিক্ষোভ শুরুর আগে সমাবেশে বিনিয়োগকারীরা বক্তব্য দেন। সমাবেশে মিজান-উর-রশিদ বলেন, অব্যাহত পতন চলতে থাকলে সাধারণ বিনিয়োগকারীরা সব মারা পড়বে। এর দায়ভার কে নেবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের উচিত ইস্যুয়ার কোম্পানির পক্ষে কাজ না করে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থে কাজ করা। এ সময় সরাসরি আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ৮০ শতাংশ শেয়ার দেওয়ার দাবি জানানো হয়। শেয়ারবাজারের অব্যাহত দরপতনে উদ্বিগ্ন ব্রোকারেজ মালিকরা সংবাদ সম্মেলনে মানহীন, দুর্বল আর্থিক কোম্পানি শেয়ারবাজারের আইপিও বন্ধ করার আহ্বান জানান। ডিএসইর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলেন ডিবিএ সভাপতি শাকিল রিজভী বলেন, আস্থা সংকটের কারণে দেশের শেয়ারবাজারে সম্প্রতি টানা দরপতন দেখা দিয়েছে। যা সমাধানে মানসম্মত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। এ লক্ষ্যে সেমিনারসহ বিভিন্ন উপায়ে ভালো কোম্পানি শেয়ারবাজারে আনতে ডিবিএ সহযোগিতা করবে। তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আমাদের প্রস্তাব আইপিওর আগে প্রতিটি কোম্পানির ড্রাফট প্রসপেক্টাস ডিবিএর কাছে দেওয়া হোক। যাতে প্রসপেক্টাস পর্যালোচনা করে কোনো সমস্যা পেলে ডিবিএর পক্ষ থেকে তা বিএসইসিকে অবহিত করা যায়।

সর্বশেষ খবর