বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
অ্যাটকোর সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী

আইন মেনে ব্যবসা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডাউনলিঙ্ক করা বিদেশি টিভিতে বেআইনিভাবে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। বাংলাদেশে সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে যদি ব্যবসা করতে হয়, তাহলে আইন মানতে হবে। মন্ত্রী গতকাল দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিস পাওয়ার পর বেঁধে দেওয়া সাত দিনের মধ্যেই ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, তারা বিদেশি চ্যানেলগুলোকে আইন মেনে বিজ্ঞাপনমুক্ত চ্যানেল সম্প্রচার করার কথা বলেছেন। ১৫ দিন সময় দেওয়া হয়েছে। যদি দেখা যায় আইন কার্যকর করার জন্য যৌক্তিকভাবে আরও সময়ের প্রয়োজন, তা বিবেচনা করা হবে। কিন্তু আইন লঙ্ঘন করে বা পাশ কাটিয়ে যাওয়ার জন্য কালক্ষেপণের সুযোগ নেই। তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের সর্বত্র একই আইন। যুক্তরাজ্যে যখন বাংলাদেশের চ্যানেলগুলো প্রদর্শন করা হয়, সেখানে বাংলাদেশের বিজ্ঞাপন দেখাতে পারে না। শুধু সেখানকার বিজ্ঞান দেখাতে পারে। বাংলাদেশের কোনো পণ্য দেখাতে হলে সেখানে ট্যাক্স দিয়ে পারমিশন নিয়ে যথাযথ আইন অনুসরণ করে নিয়ম-কানুন মেনে দেখাতে হয়। ভারতেও পাকিস্তানের কোনো বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। আমাদের দেশে আইন লঙ্ঘন করে এটি করা হচ্ছে। আমরা শুধু আইন বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি।’ মন্ত্রী বলেন, ‘এখানে সাংবাদিক ভাইদের স্বার্থ নিয়োজিত রয়েছে। এই আইন ভঙ্গ করার কারণে আইনবহির্ভূত কাজ করার কারণে টেলিভিশন এবং টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্টরাই শুধু নয়, সংবাদপত্রের বিজ্ঞাপন খাতসহ বাংলাদেশের সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটালাইজেশন করা। সমগ্র দেশের গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কলাকুশলী, বিনিয়োগকারী সবার স্বার্থ সংরক্ষণের জন্য আমরা একযোগে কাজ করব।’ ডিবিসি টিভির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল বাবু, আরিফ হাসান, বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান, চ্যানেল ২৪-এর চেয়ারম্যান এ কে আজাদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক সভায় অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর