বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বৈশাখ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বৈশাখ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং চার দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন। যোগাযোগসহ বিভিন্ন খাতে সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন ময়মনসিংহ মেডিকেল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। ঢাকায় তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হবে। আগামী শনিবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তার এ সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। রবিবার বাংলা নববর্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়া তার পুরনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পিজি হাসপাতালেও তিনি যাবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই হবে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর। এ সফরে ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে।

জানা গেছে, ভুটান বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার নিতে আগ্রহী। এ ছাড়া শিক্ষা খাতে বিশেষ করে মেডিকেল কলেজে আরও ছাত্র পাঠাতে চায় দেশটি। বাংলাদেশ এ বিষয়গুলোতে অত্যন্ত ইতিবাচক এবং আলোচনার মাধ্যমে এ বিষয়গুলো ঠিক করা হবে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি মাত্র দুই মিলিয়ন ডলার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ভারতের মধ্য দিয়ে ট্রানজিট সুবিধা পাওয়া গেলে বাংলাদেশ-ভুটান বাণিজ্য বাড়তে পারে। বাংলাদেশ ও ভুটান সীমান্তের মাঝে ভারতের প্রায় ৫০ কিলোমিটার সড়ক রয়েছে।

সর্বশেষ খবর