বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মোদিকেই প্রধানমন্ত্রী চান ইমরান

প্রতিদিন ডেস্ক

মোদিকেই প্রধানমন্ত্রী চান ইমরান

নরেন্দ্র মোদিকেই ফের ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি যদি ফের ক্ষমতায় আসে তবে ভারতের সঙ্গে পাকিস্তানের শান্তি বৈঠক করতে সুবিধা হবে। ইমরান তার কথার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, আগামী বৃহস্পতিবার শুরু হওয়া লোকসভা নির্বাচনে বিজেপিকেই ক্ষমতায় দেখতে চায় ইসলামাবাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান খান জানান, যদি বিজেপির বদলে বিরোধী দল কংগ্রেসের দখলে চলে যায় ভারতের মসনদ, তবে কাশ্মীর নিয়ে সমঝোতা করা একটু অসুবিধা হবে। বিজেপি যদি জেতে, তাহলে কাশ্মীর নিয়ে একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। ইমরান খান বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘দক্ষিণপন্থি দল?বিজেপি জিতলে কাশ্মীর সমস্যা নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে।’ যদিও সাক্ষাৎকারে ভারতের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতে মুসলিমদের বিরুদ্ধে যে ধরনের আক্রমণ ও অত্যাচার চলছে, তা কখনো ভাবতেই পারিনি।’?গোটা ভারতে, বিশেষ করে কাশ্মীরের মুসলিমরা সমাজে একরকম একঘরে হয়ে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তার কথায়, ‘বহু বছর আগেও ভারতে যে মুসলিমদের হাসিখুশি দেখেছি, হিন্দু জাতীয়তাবাদীদের দাপটে তারাও এখন চাপে রয়েছেন। আসলে মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনের ভোটের রাজনীতিই ভয়ের পরিবেশ ও জাতীয়তাবাদনির্ভর।

সর্বশেষ খবর