শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিচার হলেই মেয়ের আত্মা শান্তি পাবে

বললেন নুসরাতের বাবা

নিজস্ব প্রতিবেদক

নুসরাতের বাবা এ কে এম মুসা মানিক বলেছেন, আমার মেয়ে নিষ্পাপ। হেনস্তার প্রতিকার চেয়ে খুন হলো সে। কেবল ন্যায়বিচার হলেই মেয়ের আত্মা শান্তি পাবে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নুসরাতের লাশ বুঝে নেওয়ার অপেক্ষায় ছিল তার পরিবার। এ সময় ঢামেকে তার বাবা এ কে এম মুসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি মেয়ে হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন। মুসা বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হলেই আমার মেয়ের আত্মা শান্তি পাবে। তিনি বলেন, আমার মেয়েকে প্রথমে যেভাবে হেনস্তা করা হয়েছে, তার প্রতিকার চেয়েছিল নুসরাত। থানায় গিয়েছিল মামলা দিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে অসৌজন্যমূলক আচরণ করা হয়। পরে নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আমি ভাষা হারিয়ে ফেলছি। এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন মুসা। চোখ মুছতে মুছতে বলেন, আমি শুধু আমার মেয়ের আত্মার শান্তি চাই, আর তা হতে পারে বিচারের মধ্য দিয়ে। মুসা বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমার মেয়ের জন্য অনেক করেছেন। এখানকার চিকিৎসকরা আমার মেয়েকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন। এখন আমার আর কিছুই চাওয়ার নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর