শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত

সূচকের সামান্য উত্থান

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনের লেনদেনে গতকাল সূচকের সামান্য উত্থান হয়েছে। এই উত্থানের মধ্যেও আতঙ্কিত বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে কয়েকশ বিনিয়োগকারী বিক্ষোভ করেন। এ সময় তারা শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে ইস্যু মূল্যের নিচে অবস্থানরত কোম্পানিগুলোর শেয়ারে কিনতে বাই ব্যাক আইন করার দাবি জানান।

ডিএসইতে সকালে উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। দিনভর এই প্রবণতা থাকলেও লেনদেনের পরিমাণ ছিল খুবই কম। কয়েকদিন ধরে টানা দরপতনে বাজারের বেশিরভাগ বিনিয়োগকারীই আতঙ্কিত। এই আতঙ্ক থেকেই দুপুরের পর রাস্তায় নেমে আসেন লগ্নিকারীরা। ডিএসইর সামনের রাস্তায় তারা বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে ডিএসই-এর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। তারা বলেন, শেয়ারবাজারের অব্যাহত  পতনের প্রতিবাদে কয়েকদিন ধরেই আমরা রাস্তায় অবস্থান করছি। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার এ বিষয়ে কোনো মাথাব্যথা নেই। এই অব্যাহত পতন চলতে থাকলে সাধারণ বিনিয়োগকারীরা সব মারা পড়বে। তারা সরাসরি আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ৮০ শতাংশ শেয়ার দেওয়ার দাবি জানান তিনি।  বিনিয়োগকারী ডা. মহসিন খান বলেন, আমরা শুনেছি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিএসইসির চেয়ারম্যান। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী বাজার ঠিক করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতারণা করা চলবে না। অবশ্যই শেয়ারবাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। গতকাল লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩ ও ১৯০২ পয়েন্টে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ১৮ লাখ টাকার। যা আগের দিন থেকে মাত্র ১০ কোটি টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০৭ পয়েন্টে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর