শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিক্ষোভ চলছেই, বরিশালে ভিসির ছুটির আবেদন

গোপালগঞ্জে এখনো অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও গোপালগঞ্জ প্রতিনিধি

উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হকের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনের ১৬তম দিন গতকালও ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বরিশালে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের সামনে কর্ণকাঠি এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কে শামিয়ানা টানিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় আগুন জ্বালিয়ে থেমে থেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে উপাচার্য ড. এস এম ইমামুল হক ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে ১৫ দিনের জন্য ছুটির আবেদন করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্যের পদত্যাগ দাবিতে তারা ১৬ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না। এ কারণে দাবি আদায়ে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা। যতক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবেন ততক্ষণ মহাসড়ক অবরোধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন তারা। গতকাল ১৬তম দিন বিকাল ৫টায় অবরোধ তুলে নেওয়ার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে চলমান আন্দোলনের ১৬তম দিন গতকাল উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা সচিব বরাবর ১৫ দিনের ছুটির আবেদন করেছেন। উপাচার্যের নির্দেশে তার পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান এ আবেদন করেন। ঢাকায় অবস্থানরত উপাচার্য ইমামুল হক মুঠোফোনে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ব্যক্তিগত প্রয়োজনে তিনি ১৫ দিনের জন্য ছুটির আবেদন করেছেন। এর সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তার ছুটিকালীন ট্রেজারার অধ্যাপক এ কে এম মাহবুব হাসান উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান। উপাচার্যের ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৫ দিনের ছুটির আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলনে থাকছেন কি না- জানতে চাইলে শিক্ষার্থী নেতা আল আমিন জানান, তারা চেয়েছিলেন উপাচার্যকে বাধ্যতামূলক ছুটি কিংবা তার পদত্যাগ, যাতে তিনি আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করতে না পারেন। কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৫ দিনের জন্য ছুটির আবেদন করেছেন। অর্থাৎ শিক্ষার্থীদের দাবি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এতে তারা মোটেও সন্তুষ্ট নন। যে পর্যন্ত না উপাচার্য পদত্যাগ করবেন কিংবা তাকে বাধ্যতামূলক ছুটি না দেওয়া হবে ততক্ষণ প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থী নেতা আল আমিন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদকারী শিক্ষার্থীদের উপাচার্য কটাক্ষ করেন বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৭ মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকালও মহাসড়ক অবরোধ করেন তারা। এদিকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের প্রতিবাদসহ আট দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর