শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকগুলো ডাকাতি করছে

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকগুলো ডাকাতি করছে

বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ এবং আমানতের সুদের হারের পার্থক্য (স্প্রেড) ৫ শতাংশের বেশি হওয়াকে ‘ডাকাতি’ বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, ‘যে টাকা তারা (ব্যাংক) সুদ  দেয় জনগণকে এবং যে টাকা তারা সুদ নেয় এই পার্থক্য পৃথিবীর কোথাও ২ শতাংশ বা ৩ শতাংশের বেশি না। বাংলাদেশেই একমাত্র যেখানে ৫ শতাংশের ওপরে এই পার্থক্য। এটা রীতিমতো ডাকাতি।’  রাজধানীর আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে এ ধরনের মন্তব্য করেন টিপু মুন্শি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ব্যাংকগুলো তা মানছে না এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মানুষের ডিপোজিটের এগেইনেস্টে কত টাকা তারা পে করছে, আর কত টাকা তারা নিচ্ছে, এটা একটা সিস্টেমে আনা দরকার। প্রধানমন্ত্রী সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। সুদের হার কমলে, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হলে তাতে সাধারণ মানুষই উপকৃত হবে।’ অনুষ্ঠানে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ‘ব্যাংক খাতে অব্যবস্থাপনার কারণে ঋণ  খেলাপির পরিমাণ বেড়ে যায়। এতে ব্যাংকে যারা টাকা জমা করে, তারা সুফল পাচ্ছে না। আবার ব্যাংকগুলো বেশি হারে ভোক্তাদের কাছ থেকে সুদ আদায় করে। এই বৈষম্য দূর করতে হবে।’ সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসেইন প্রমুখ বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর