মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ভারতে নির্বাচনে জল্পনা

বারানসিতে মোদির বিরুদ্ধে প্রার্থী প্রিয়াঙ্কা?

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বারানসিতে মোদির বিরুদ্ধে প্রার্থী প্রিয়াঙ্কা?

লোকসভার বারানসি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস প্রার্থী হতে পারেন বলে ভারতে তীব্র জল্পনা চলছে। কয়েকদিনের মধ্যে জাতীয় কংগ্রেস নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। দুই দিন আগে রায়বেরিলিতে কংগ্রেস কর্মীরা প্রিয়াঙ্কাকে অনুরোধ করেন তিনি যেন রায়বেরিলি থেকে প্রার্থী হন। জবাবে তিনি বলেছিলেন, বারানসি কেন নয়? লোকসভার রায়বেরিলি আসনে সোনিয়া গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মনোনয়নপত্রও জমা দিয়েছেন। কংগ্রেসসূত্রে খবর, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, দল যদি চায় তাহলে তিনি বারানসি থেকে প্রার্থী হতে পারেন। এবার মোদি শুধু একটি আসন মানে বারানসি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত লোকসভা নির্বাচনে তিনি বারানসি ছাড়াও গুজরাটের ভাদোদরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি আসনেই জয়ী হন। পরে ভাদোদরা আসনটি ছেড়ে দেন। বারানসি কেন্দ্রে ভোট ১৯ মে। সপ্তম ধাপে। এর আগে প্রিয়াঙ্কা একবার বারানসিতে গিয়ে প্রচার করেছেন। তার প্রচার কর্মসূচিতে ফের বারানসি যাওয়ার কর্মসূচি রয়েছে। গত রবিবার প্রিয়াঙ্কা আসামের গৌহাটিতে প্রচারণা চালান। সেখানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি বিদেশ সফরের জন্য সময় দিতে পারেন। কিন্তু বারানসির জন্য তিনি পাঁচ মিনিটও দেন না।’ ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদি বারানসি আসনে ৩ লাখ ৭০ হাজার ভোটে জয়ী হন। তার বিরুদ্ধে দ্বিতীয় হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি পান ২ লাখ ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ৭০ হাজার ভোট। কংগ্রেস দল মনে করে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হলে একদিকে যেমন মোদিকে চাপে রাখা যাবে, তেমনি পূর্ব-উত্তর প্রদেশে কংগ্রেস কর্মীরা চাঙ্গা হবেন।

সর্বশেষ খবর