Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ এপ্রিল, ২০১৯ ২৩:২৮

প্যারোল খালেদা জিয়া ও তার পরিবারের বিষয় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্যারোল খালেদা জিয়া ও তার পরিবারের বিষয় : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে যে আলোচনা চলছে, সেটি তার নিজের এবং পরিবারের বিষয়, দলের নয়। এ বিষয়ে আমরা দলীয় আলোচনা করিনি।

গতকাল দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিবের নেতৃত্বে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এ সময় ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক, সদস্য সচিব নজরুল ইসলামসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে জোরালো আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে না, তৃণমূল নেতা-কর্মীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন’- এ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে, কৌশল থাকে, আন্দোলন বলতে শুধু হরতাল জ্বালাও-পোড়াও বোঝায় না। আমরা আন্দোলন বলতে বুঝি- জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হওয়াকে। তার জন্য আমরা কাজ করছি, প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ দেশনেত্রীকে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আমরা সক্ষম হব।’ বিএনপির সংসদে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটাকে তো আমরা নির্বাচনই বলছি না, আমরা এর ফলাফল প্রত্যাখ্যান করেছি। কাজেই এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।’

খালেদা জিয়ার সঙ্গে তিন নেতার সাক্ষাৎ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান দেখা করেছেন। গত রবিবার নববর্ষের প্রথম দিনে বিএসএমএমইউতে সাক্ষাৎ হয়। পরে হাসপাতাল থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম অত্যন্ত অসুস্থ। উনি খেতে পারছেন না। এখনো তিনি পা সোজা করতে পারেন না। তার বাম হাত আগের মতোই অবশ রয়ে গেছে। এক কথায় ম্যাডাম (খালেদা জিয়া) যথেষ্ট অসুস্থ। আগের চেয়ে খুব বেশি উন্নতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। তার স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার, সে ট্রিটমেন্ট এখনো শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। এটা অত্যন্ত জরুরি।’


আপনার মন্তব্য