মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অন্যায়ের নীরব দর্শক যেন না হই

নিজস্ব প্রতিবেদক

অন্যায়ের নীরব দর্শক যেন না হই

ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন সব সামাজিক অনাচারের বিরুদ্ধে শুভবোধের জাগরণের আহ্বান জানিয়ে বলেছেন, অন্তরে ইচ্ছা জাগুক, ‘ওরা অপরাধ করে’- কেবল এই কথা না বলে, প্রত্যেকে যেন নিজেকে বিশুদ্ধ করার চেষ্টা করি। তিনি বলেন, আমরা যেন নীতিবিহীন অন্যায়-অত্যাচারের নীরব দর্শক হয়ে না থাকি। প্রতিবাদে, প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে। রবিবার বাংলা নববর্ষের ভোরে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর