বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

স্বাধীন দেশে অস্বচ্ছ নির্বাচন কাম্য নয়

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন দেশে অস্বচ্ছ নির্বাচন কাম্য নয়

স্বাধীন দেশে অস্বচ্ছ নির্বাচন তথা কুয়াশাচ্ছন্ন গণতন্ত্র কখনো কাম্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, যারা গণতন্ত্রের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা ভোটের উৎসবকে কলুষিত করতে চায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। গতকাল ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। সভাপতিত্ব করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক। এই নির্বাচন কমিশনার বলেন, আমরা যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচনের কথা বলি, ভোটের পবিত্রতা বিনষ্ট করে তা সম্ভব নয়। ভোট সুষ্ঠু না হলে নির্বাচন ও গণতন্ত্রের কোনো ঔজ্জ্বল্য থাকে না। মাহবুব তালুকদার আরও বলেন, ভোট কেবল ব্যাপক পরিসরের বিশাল ব্যাপ্তির শব্দ নয়, এটি জনগণের রক্ষাকবচ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর