শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় রাজনীতি এখন স্থবির

আলী ইমাম মজুমদার

নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় রাজনীতি এখন স্থবির

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, ‘নির্বাচনব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়াতেই রাজনীতি স্থবির হয়ে আছে। প্রাণচঞ্চলতা হারিয়ে ফেলেছে। আমাদের নির্বাচনব্যবস্থা সঠিকভাবে কাজ করলে এমন গুমোট পরিবেশ থাকত না। আগে ভোট ছিল একটি উৎসব। এখন আর তা নেই। ভোটের পরিবেশ নিয়ে এখন জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ কারণে নির্বাচন বা ভোটের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। বলা চলে এখন মানুষ ভোটে পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলেছে।’ গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন সাবেক এই আমলা। তার মতে, ‘গণতান্ত্রিক রাজনীতিতে মানুষ যখন ভোটে আগ্রহ হারাবে তখন রাজনীতিতে বন্ধ্যত্বের সৃষ্টি হবে। আমার মনে হয়, এখন সে পরিবেশই বিরাজ করছে।’ এ পরিবেশ থেকে উত্তরণের উপায় কী- জানতে চাইলে আলী ইমাম মজুমদার বলেন, ‘এ থেকে উত্তরণের জন্য নির্বাচনব্যবস্থায় মানুষকে আবারও আস্থায় নিয়ে আসতে হবে। মানুষ যেন নিজের পছন্দসই দল বা প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার পায়, সে পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নির্বাচনকে উৎসবে পরিণত করতে হবে। এটা ফিরিয়ে আনতে পারেন রাজনীতিবিদরাই।’ তিনি বলেন, ‘একটি জাতি দু-চার বছরের জন্য হয় না। হাজার হাজার বছর একটি জাতি টিকে থাকে। অতীতে ভুল হয়েছে, তাই ভবিষ্যতে তা শোধরানোর সুযোগও রয়েছে। আমরা হয়তো বয়োবৃদ্ধ হয়ে মারা যাব। কিন্তু পরবর্তী প্রজন্ম যেন সুন্দর ভবিষ্যৎ দেখে যেতে পারে, সে ব্যবস্থা তো রাজনীতিবিদরাই করে যেতে পারেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর