শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গণতান্ত্রিক রাজনীতির প্রবাহ বন্ধ

রাষ্ট্রবিজ্ঞানী আতাউর রহমান

গণতান্ত্রিক রাজনীতির প্রবাহ বন্ধ

অর্থবহ নির্বাচনের পরিবেশ না থাকায় গণতান্ত্রিক রাজনীতি হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আতাউর রহমান। তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতি এখন মৃতপ্রায়। বাংলাদেশে খারাপ হোক ভালো হোক আগে একটি রাজনৈতিক সংস্কৃতি ছিল। এখন শুধুুই ক্ষমতায় থাকার রাজনীতি চলছে। এখন রাজনীতিতে প্রতিযোগিতার মনোভাবই হারিয়ে গেছে। গত সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর প্রতিযোগী মনোভাব ছিল। কিন্তু এমনভাবে নির্বাচনটা হলো তাতে তারা প্রতিযোগিতায় আসতে পারল না। মূলত গণতান্ত্রিক রাজনীতির প্রবাহ বন্ধ হয়ে গেছে। অর্থবহ নির্বাচনের পরিবেশ না থাকায় গণতান্ত্রিক রাজনীতি হারিয়ে গেছে।’ গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন রাষ্ট্রবিজ্ঞানী আতাউর রহমান। তিনি বলেন, ‘নির্বাচনমুখী রাজনীতি না হলে গণতান্ত্রিক রাজনীতির কোনো পরিণতি নেই। শুধু রাজনীতির জন্য রাজনীতি কাম্য নয়। রাজনীতিতে আমরা একটি দলেরই আধিপত্য দেখছি। আরেকটি দল পুরোপুরি দিশাহারা। তাদের দলটি এখন নেতৃত্বহারা। নির্বাচনোত্তর তাদের মধ্যে এখন যে অবস্থা তাতে গণতান্ত্রিক রাজনীতিতে এ দলটির দাঁড়ানো কঠিন।’ অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘উপজেলা নির্বাচনেও একটি দলেরই প্রভাব ছিল। সেখানে অন্য দলগুলোর কোনো প্রতিযোগিতা হয়নি। এটাও গণতান্ত্রিক রাজনীতির জন্য শুভ নয়। এখন রাজনৈতিক দলের কাঠামো আছে, কিন্তু কর্মকা  নেই। এখন জ্বালাও-পোড়াও, হরতাল বা অবরোধের রাজনীতি শেষ হয়ে গেছে। কেউ ইচ্ছা করলেও এটা আর সম্ভব নয়। সব মিলিয়ে রাজনীতি এখন স্থবিরপ্রায়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর