শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কাজ করছে না গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো

অধ্যাপক নুরুল আমিন বেপারি

কাজ করছে না গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো

পরপর দুটি সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাজ করছে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি। তিনি বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। কিন্তু এখন তা নেই। জনগণের জবাবদিহিমূলক সরকারও নেই। পরপর দুটি সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। সমাজে নানা ধরনের অনিয়ম-অবিচার চলছে। স্বাভাবিকভাবেই রাজনীতি স্থবির হয়ে পড়েছে।’ গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তার মতে, ‘রাজনীতি তখনই থাকে যখন গণতন্ত্র থাকে। এখন আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও কাজ করছে না। ২০১৪ সালের সংসদ নির্বাচন থেকে শুরু হয়েছে এ অবস্থা। সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর গণতন্ত্রকে লাশে ফেরত নিয়ে যাওয়া হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে একটি বিরোধী দল বা মত থাকে। কিন্তু এখন তা অনুপস্থিত। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনই একমাত্র পথ নয়। কিন্তু নির্বাচনের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলো উন্নতি লাভ করে।’ রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন বেপারি বলেন, ‘গত নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশ-বিদেশে সর্বত্রই প্রশ্ন উঠেছে। সংসদীয় সরকারব্যবস্থাকে জোর করে কার্যকর করা যায় না। এজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে হয়। আমাদের দেশের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশন প্রতিটিকেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এগুলো ঠিকমতো কাজ না করলে গণতান্ত্রিক রাজনীতিও হোঁচট খাবে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে। সরকারের বিভিন্ন কর্মকান্ডে র সমালোচনা করা যাবে। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে নয়। কোনো সরকারের মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কথা বলা যাবে। কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এটাও গণতন্ত্রের সঙ্গে যায় না। এটা হয়েছে শুধু নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর