শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পুড়ল মালিবাগ কাঁচাবাজার, নিঃস্ব ২৩৫ দোকানি

নিজস্ব প্রতিবেদক

পুড়ল মালিবাগ কাঁচাবাজার, নিঃস্ব ২৩৫ দোকানি

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে ২৩৫টি দোকান। এতে নিঃস্ব হয়েছেন এসব দোকানি। শবেবরাত উপলক্ষে তারা দোকানে পর্যাপ্ত মালামাল উঠিয়েছিলেন। কিন্তু সব মালামাল পুড়ে যাওয়ায় এখন তাদের মাথায় হাত উঠেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের ১২টি ইউনিটের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে স্থানীয় ও মার্কেটের লোকজনও অংশ নেন। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাজারের পশ্চিম পাশের একটি প্লাস্টিকের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। পরে বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কাঁচাবাজার ছাড়াও আশপাশের একটি মার্কেটের ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিন দেখা গেছে, পুরো কাঁচাবাজারে পুড়ে যাওয়া চাল-ডাল, মসলা, বিভিন্ন সবজি, মাছ-মাংস, মুরগি ও বিভিন্ন ফল ছড়িয়ে-ছিটিয়ে আছে। আগুনে পুড়ে মারা গেছে অর্ধশতাধিক ছাগল। বাজারের পেছনে একটি ভবনের নিচতলার ১০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর