শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অসচেতনতার কারণেই বারবার আগুন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অসচেতনতার কারণেই বারবার আগুন : প্রধানমন্ত্রী

অসচেতনতার কারণেই বারবার আগুনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আধুনিকায়ন মানুষকে আরাম দেয়, সুবিধা দেয়, আবার মাঝে মাঝে ঝুঁকিও সৃষ্টি করে। এ জন্য বিদ্যুৎ ব্যবহারে, গ্যাস সিলিন্ডার, এমনকি কোনো দাহ্য পদার্থ ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষের সৃষ্ট দুর্যোগের পাশাপাশি যে কোনো দুর্যোগ এলে কী করতে হবে আর কী করতে হবে না, সে সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা জরুরি। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি এ ধরনের সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে একটা বহুতল ভবনে আগুন লেগেছিল। সেখানে দেখা গেছে, ওই ভবনে যারা কর্মরত ছিলেন তাদের মধ্যে কোনো সচেতনতা ছিল না। এমনকি সেখানে যে ফায়ার এক্সিট আছে, সেটিও তারা জানতেন না। অসচেতনতার কারণেই বারবার আগুনের ঘটনা ঘটছে। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় সরকারের বিভিন্ন কার্যক্রম ও দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলায় সরকারের সক্ষমতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের ঘনবসতির কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। ঘনবসতির কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতির দেশ সেটি মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহার, গ্যাস সিলিন্ডার ব্যবহার, দাহ্য পদার্থ ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার মতো পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত পর্যায়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কে, কোথায় কাজ করেন, কী করেন, সেখানে নিরাপত্তা কতটুকু, সবাইকে সে বিষয়ে সচেতন থাকতে হবে। দুর্যোগ এলে নিজেকে রক্ষায় কী কী করণীয় জানতে হবে। নিজেদের বাঁচাতে প্রস্তুত থাকতে হবে। দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণকে জানাতে হবে এমন পরিস্থিতিতে কী কী করণীয়। সেগুলো প্রচার করতে হবে। প্রতিষ্ঠান পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠান করবে। আর জাতীয়ভাবে যে কোনো দুর্যোগ এলে আমাদের করণীয় নিয়ে যে নির্দেশনাগুলো আছে সেগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে। বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’ সভায় সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধামন্ত্রী বলেন, যখনই কোনো দুর্ঘটনার খবর আসে, তার সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সাড়া দেয়। প্রধানমন্ত্রী ব্রুনেই যাচ্ছেন রবিবার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহর আমন্ত্রণে আগামী রবিবার ব্রুনেই যাচ্ছেন। প্রধানমন্ত্রীর তিন দিনের সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এ ছাড়া সফরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্ট বহনকারীদের পারস্পরিক ভিসা অব্যাহতির ঘোষণা আসবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রুনেই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনেইয়ের রাজপরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ব্রুনেই সুলতানের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক ও তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ব্রুনেই সরকার ও ব্যবসায়ী সংগঠন কর্তৃক আয়োজিত বাণিজ্য-বিনিয়োগ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী এ সফরে বাংলাদেশ হাইকমিশনের নির্মিতব্য নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি কৃষি খাতে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক, সংস্কৃতি এবং শিল্প সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক, যুব এবং ক্রীড়া সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক, মৎস্য খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক, পশুসম্পদ খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার দেশে ফিরবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর