শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নতুন রাজনৈতিক উত্তাপে ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

নতুন রাজনৈতিক উত্তাপে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুলারের দুই বছরের তদন্ত শেষে জনসম্মুখে প্রকাশিতব্য রিপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে উত্তাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৮ এপ্রিল প্রতিবেদনটি প্রকাশ করার কথা। রয়টার্স। খবরে বলা হচ্ছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রুশ সংযোগের তদন্ত প্রতিবেদন হোয়াইট হাউস পর্যালোচনা করেছে। এ প্রতিবেদন নিয়েই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে হোয়াইট হাউস। বিচার বিভাগের পক্ষ থেকে সম্পাদিত আকারে এই প্রতিবেদন প্রকাশের কথা। এর মধ্যেই বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের তৎপরতার খবর সামনে এলো। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাম্পকে আইনি সুবিধা দেওয়ার বিষয়টি মাথায় রেখেই ওই প্রতিবেদন নিয়ে আলোচনা করেছে হোয়াইট হাউস। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউস এবং বিচার বিভাগের মুখপাত্র। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ মার্চ বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার ট্রাম্পের রুশ সংযোগ সংক্রান্ত এ তদন্ত প্রতিবেদন বিচার বিভাগে জমা দেন। তবে শুরু থেকেই ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এ তদন্তের সমালোচনা করা হচ্ছিল। মুলারকে অনির্বাচিত একজন ব্যক্তি আখ্যা দিয়ে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে দফায় দফায় প্রশ্ন তুলেছেন ট্রাম্প।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর