শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আত্রেয়ী নদীতে বাংলাদেশ বাঁধ দিল, বিজেপি নেতারা কিছুই বললেন না

----- মমতা ব্যানার্জি

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ওপর দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদীতে বাংলাদেশের বাঁধ নির্মাণের ফলে বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাভাব। সমস্যাটির সমাধানের জন্য কেন্দ্রের মোদি সরকারকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় তীব্র ক্ষোভ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি গতকাল গঙ্গারামপুরে এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে বলেন, ‘আত্রেয়ী নদীতে যখন বাঁধ দেওয়া হয়েছিল, তখন বার বার দিল্লিতে বিজেপি নেতাদের বলেছি। কিন্তু তারা একবারও বাংলাদেশকে বলেননি যে, পশ্চিমবঙ্গকে পানি ছেড়ে দাও। আমি নিজেও কতবার বলেছি। এটা তো সরকার টু সরকার, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের কাজ।’

মমতা আরও বলেন, ‘বালুরঘাটের মানুষ পানি পায় না, গঙ্গারামপুরের মানুষও পানি পায় না। পুরো পানির ওপর বাঁধ দিয়ে দিয়েছে। তখন তো বিজেপির লোকেরা দেখে না, যে কেন পানি সরবরাহ বন্ধ হয়ে গেল? আমাদের পানি আছে, না বন্ধ হয়ে গেল। পানির আরেক নাম জীবন। বালুরঘাট বা গঙ্গারামপুরের মানুষ পানি না পেলে ওদের কিছু যায় আসে না। কিন্তু নির্বাচন এলেই বিজেপি নেতারা বসন্তের কোকিলের মতো এখানে চলে আসেন আর বলেন, ভোট দাও, ভোট দাও।’ গঙ্গারামপুরের আগে এ দিন দুপুরে বালুরঘাটের নির্বাচনী জনসভা থেকেও মমতা এই ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগেন। উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরবঙ্গ সফরে এসে বাংলাদেশ সরকার যাতে আত্রেয়ী নদীর ওপর থেকে বাঁধ তুলে নেয় তার আর্জি জানিয়েছিলেন মমতা। বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে মমতা এ দিন বলেন, ‘ওদের একটা ভোটও দেবেন না। ওরা আদিবাসীদের ওপর অনেক অত্যাচার করেছে। আমাদের ওপর অত্যাচার করছে। প্রতিবাদ করলে মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, চরিত্র হরণ করে, হিন্দু-মুসলিম ভাগাভাগি করে। কিন্তু আমরা এটা করি না। আমাদের সংস্কৃতি হলো সকলকে ভালোবাসা।’ তার দাবি, ‘মোদি বাবু যদি ফের ক্ষমতায় আসেন তবে দেশের স্বাধীনতা, গণতন্ত্র থাকবে না, শিল্পীর অধিকার, কৃষক, সাধারণ মানুষের অধিকার থাকবে না। তাই সবাইকে নিয়ে জোট বেঁধে এদের বিরুদ্ধে তৈরি হতে হবে।’ নাগরিক (সংশোধনী) বিল নিয়ে কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, ‘নাগরিকত্বের নামে নতুন করে নাটক হচ্ছে। কেন্দ্র বলছে, নতুন করে নাগরিকত্ব দেবে। আপনারা কি নাগরিক নন? আপনারা কি ভোট দেন না? ওরা আগে পাঁচ বছরের বিদেশি বানাবে। তার পর ঠিক করবে তুমি নাগরিকত্ব পাবে কি পাবে না। আমরা যারা বাংলাদেশ থেকে ১৯৭১ এর মার্চ পর্যন্ত এসেছি তারা সবাই ভারতের নাগরিক। নতুন করে লোক তাড়ানোর কী দরকার?’ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদি বাবুর নামে এখন সিনেমা বানাচ্ছে, কোট বানাচ্ছে। কয়েক দিন পর জুতা বানানো বাকি থাকবে। সেই জুতা পরে আমরা সবাই ভারতে ঘুরে বেড়াব।’

সর্বশেষ খবর