শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তাদের শাস্তির আওতায় আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

তাদের শাস্তির আওতায় আনতে হবে

ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী নাস্তিক-মুরতাদদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ  রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে বলেন, দেশে নাস্তিক-মুরতাদদের আস্ফালন বেড়ে গেছে। স্কুল-কলেজের শিক্ষক রসুল (সা.) কে নিয়ে কটূক্তি করছে, এদের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী বেশি। সিফাতুল্লাহ নামক এক কুলাঙ্গার ফেসবুক লাইভে এসে আল্লাহ, রসুল (সা.) এবং পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করছে, পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে পায়খানায় ফেলছে এবং কোরআনকে লাথি মারছে এবং পুরো কোরআন শরিফকে বাথরুমের প্যানে ফেলে দিয়ে ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করছে। যা কোনো ইমানদার মুসলমান মেনে নিতে পারেন না। তিনি বলেন, সাফা কবির নামক এক তরুণী লাইভে এসে বলছে, ‘আমি পরকাল বিশ্বাস করি না। আমি যা দেখি না তা বিশ্বাস করি না’। এভাবে একের পর এক ইসলাম, পবিত্র গ্রন্থ  কোরআন ও রসুল (সা.) কে নিয়ে অবমাননাকর আপত্তি করে যাচ্ছে। এসব অপরাধের বিচার করতে হবে। এ সব কুলাঙ্গারদের যে যেই দেশে আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ খবর