মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আইন প্রয়োগকারী সংস্থার একাংশ দুর্নীতিগ্রস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আইন প্রয়োগকারী সংস্থার একাংশ দুর্নীতিগ্রস্ত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার একাংশ দুর্নীতিগ্রস্ত, রাজনৈতিকভাবে প্রভাবান্বিত ও ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে টিআইবি আয়োজিত মানববন্ধনে এসব বলেন তিনি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান, সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক আবদুল আহাদ, এফসিএমএ এবং আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম। ড. ইফতেখারুজ্জামান বলেন, আইন প্রয়োগকারী সংস্থার দুর্নীতিগ্রস্তরা প্রতিটি অপরাধে অপরাধীর পাশে দাঁড়িয়ে অপরাধীকে সুরক্ষা দেয়। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে দেশের আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনগুলো এমন অবস্থা তৈরি করে যারা অপরাধের শিকার তাদের রীতিমতো ভুক্তভোগী হতে হয় এবং পালিয়ে বেড়াতে হয়। তিনি বলেন, নুসরাতকে যারা প্রত্যক্ষভাবে হত্যা করেছে, শুধু তারাই এর জন্য দায়ী নয়। এর সঙ্গে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় রাজনৈতিক নেতারা ও অন্যভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সবাই জড়িত। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যেখানেই এ ধরনের ঘটনা ঘটে, সেখানেই এ রকম সিন্ডিকেটের উৎপত্তি হয়। সিন্ডিকেটের হাতেই এ ধরনের অপরাধগুলো সংঘটিত হয়। নুসরাত জাহান রাফির হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের জন্য অগ্নিপরীক্ষা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকার যদি প্রমাণ করতে চায় দেশে সত্যিকার অর্থে আইনের শাসন আছে, তাহলে নুসরাত হত্যার বিচারই তার উপায়।

নুসরাত হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে- সরকার আইনের শাসনে বিশ্বাস করে, তারা বিচারহীনতায় বিশ্বাস করে না। যদি নুসরাত হত্যার ন্যায়বিচার না হয়, তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত তাদের ওপর কোনো আস্থা থাকবে না, বিশ্বাস থাকবে না।

সর্বশেষ খবর