শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমিশনের সুপারিশ বাস্তবায়ন প্রয়োজন

----- জাতিসংঘ প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘের প্রতিনিধিরা বলেছেন, রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন প্রয়োজন। ওই সুপারিশে রোহিঙ্গা প্রত্যাবাসনের রোড ম্যাপ দেওয়া আছে। বিশেষ করে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সেই রোড ম্যাপে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যাবাসনে রাজি নয় জাতিসংঘ।

গতকাল বিকালে কক্সবাজার শহরের একটি তারকা মানের হোটেলে আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমের

সাংবাদিকদের ব্রিফিং করেন প্রতিনিধিরা। এতে অংশ নেন জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্ক লোকক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডিরেক্টর জেনারেল অ্যান্টোনিও ভিটোরিনো। এর আগে এই কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেখানে বসবাসরতদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন প্রকল্পের কর্মকা-ও পরিদর্শন করেন। প্রেস ব্রিফিংয়ে এই কর্মকর্তারা উল্লেখ করেন, ‘প্রত্যেক মানুষেরই অবাধে চলাচলের স্বাধীনতা রয়েছে। আমরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। তারা সেখানে নাগরিকত্ব, চলাচলের অবাধ স্বাধীনতা, চাকরি থেকে শুরু সর্বক্ষেত্রে নাগরিক অধিকার হিসেবে প্রাপ্ত সব অধিকার চেয়েছেন। বিষয়টি মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। আমরাও সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।’

সর্বশেষ খবর