শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জনগণের অধিকার খর্ব করবেন না

নিজস্ব প্রতিবেদক

জনগণের অধিকার খর্ব করবেন না

সরকারের দুরভিসন্ধি থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘সংবিধানের অপব্যাখ্যা দিয়ে সরকার যেন জনগণের অধিকার খর্ব করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’ গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিল অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, ৩০ ডিসেম্বর দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এ নির্বাচন জনগণের মনোপূত হয়নি। ভোটে জনমতের প্রতিফলন ঘটেনি। এই সংসদ যেন সংবিধানের দোহাই দিয়ে জনগণের অধিকার খর্ব না করতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ড. কামাল হোসেন বলেন, ‘নিরাশ হলে চলবে না, জনগণের বিজয় হবেই। দুই-তিন বছর কেউ এভাবে চলতে পারে না। কিন্তু জনগণ ঠিকই সময়মতো জবাব দেবে। আমি বলতে চাই সবাইকে, জনগণ কার্যকর ভূমিকা না রাখলে সংবিধানকে অবজ্ঞা করে যারা ক্ষমতা ধরে রাখতে চায় তারা লাভবান হবে না।’ ক্ষমতার মালিক জনগণ উল্লেখ করে সংবিধান প্রণেতা ড. কামাল বলেন. ‘স্বাধীনতা ও সংবিধানকে রক্ষা করতে হলে জনগণকে সতর্ক থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায়ে জনগণকে সজাগ থাকতে হবে।’ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ‘সাহসী’ ভূমিকার প্রশংসা করেন তিনি।

সর্বশেষ খবর