রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
টাইমস অব ইন্ডিয়ার খবর

হামলার হুমকি, বাংলায় পোস্টার আইএসের

কূটনৈতিক প্রতিবেদক

আইএসের নামে হামলার হুমকি দিয়ে বাংলা ভাষায় একটি পোস্টার প্রকাশের খবর এসেছে ভারতের সংবাদ মাধ্যমে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীটির সমর্থক একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই পোস্টারে লেখা হয়েছে- ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ’। পোস্টারে ‘আল মুরসালাত’ নামে একটি গ্রুপের লোগোও আছে। গত বৃহস্পতিবার রাতে এই পোস্টারটি প্রকাশিত হয়েছে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভারতের গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, শ্রীলঙ্কায় হামলার পর হুমকি দিয়ে পোস্টার প্রকাশের এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এই পোস্টার প্রকাশকে ভারত কিংবা বাংলাদেশে হামলার হুমকি হিসেবেও ভাবা হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি প্রায় উৎখাত হওয়া আইএস ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি চার্চ ও কয়েকটি হোটেলে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আড়াইশ মানুষকে হত্যার দায় স্বীকার করে বার্তা দিয়েছে। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশেও জঙ্গি ও সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা চলছে। এ ছাড়া বাংলাদেশে ২০১৬ সালে গুলশান হামলায় জড়িতরা নিজেদের আইএস সমর্থক হিসেবে দেখিয়েছিল। অবশ্য মধ্যপ্রাচ্যের দলটির সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের সরাসরি সম্পৃক্ততার কথা উড়িয়ে দিয়েছিল সরকার। বরং গুলশান হামলায় জড়িত থাকা নব্য জেএমবির সদস্যরা আইএস দ্বারা উদ্বুদ্ধ বলে মনে করা হয়। এ দলটির শাখা ভারতেও সক্রিয় বলে দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের দাবি।

সর্বশেষ খবর