রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খোলস পাল্টালেও রাজনীতির সুযোগ নেই জামায়াতের : হানিফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খোলস পাল্টিয়ে আসলেও বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো সুযোগ নেই। শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় এই নেতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মাহবুব-উল হানিফ বলেন, একাত্তর সালে জামায়াতে ইসলামী যে মানবতাবিরোধী অপরাধ করেছিল, সেই কারণে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। যে নামেই হোক, খোলস পাল্টিয়ে অন্য নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, আমি মনে করি সে অধিকার তাদের থাকতে পারে না। এ সময় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতদের শপথ নেওয়ার বিষয়েও কথা বলেন হানিফ। আওয়ামী লীগের এই নেতা বলেন, নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিত তার এলাকার যে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে, তাদের প্রতি সম্মান দেখিয়ে সংসদে যোগদান করা।

সর্বশেষ খবর