শিরোনাম
রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খালেদার জামিনের বিরোধিতা করবেন না

নিজস্ব প্রতিবেদক

খালেদার জামিনের বিরোধিতা করবেন না

সরকারি কৌঁসুলিরা যাতে বেগম খালেদা জিয়ার জামিনের বিরোধিতা না করেন সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, প্যারোলের কথা যদি বলেন, তাহলে সরকারি কৌঁসুলিদের দয়া করে বলে দেন বেগম খালেদা জিয়ার জামিনের বিরোধিতা যেন তারা না করেন। তাহলেই তিনি জামিনে মুক্তি পেতে পারেন। প্যারোলের কোনো প্রয়োজন হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় মানববন্ধনে মহিলা দলের হেলেন জেরিন খান, শাম্মী আখতারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। ব্যারিস্টার মওদুদ বলেন, এটা স্পষ্ট যে, সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে চায় না। মিথ্যা মামলায় তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তবে তার মুক্তি আজ না হোক, কাল হবেই। সম্মানের সঙ্গেই তার মুক্তি হবে। ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমানের শপথ গ্রহণ সম্পর্কে মওদুদ আহমদ বলেন, এ রকম দু-একজন গেলেই বর্তমান সংসদ বৈধ হবে না। একজন জাহিদুর রহমান গিয়েছেন। যদি তার মতো আরও দু-একজন যান, তাতে সরকারের কী সুবিধা হবে তা আমি জানি না। তবে দেশের জনগণ জানে তারা গেলেও বর্তমান সংসদের বৈধতা আসবে না, আসতে পারে না। কারণ এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। এই সংসদ জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। সাবেক এই আইনমন্ত্রী বলেন, দেশে এক শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা সরকার ও দেশের জন্য ভয়ঙ্কর। আমি সরকারকে বলব, এই সংকট থেকে উত্তরণে অবিলম্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। এতে আপনারাও ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্ত হবেন, জনগণও স্বস্তি পাবে।

 

সর্বশেষ খবর