সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই : অর্থমন্ত্রী

জোর করে ওঠানো-নামানো যায় না : সালমান

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেছেন, ‘শেয়ারবাজার বর্তমানে নিয়ন্ত্রণে নেই। এ জন্য আগামী বাজেটে শেয়ারবাজারের জন্য প্রণোদনা থাকবে। কিন্তু সেখানে কতটা থাকবে আমি এ মুহূর্তে বলতে পারছি না। তবে অবশ্যই পুঁজিবাজারকে শক্তিশালীভাবে চালানোর জন্য যা কিছু উপযোগ্য আমরা তার ব্যবস্থা করব।’ এদিকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, শেয়ারবাজারকে জোর করে ওঠানো-নামানো যায় না। এটি নির্ভর করে বিনিয়োগকারীদের আস্থার ওপর। আস্থা যত বাড়বে, ততই বাড়বে শেয়ারবাজার। গতকাল রাজধানীর বিমানবন্দর সড়কে একটি হোটেলে স্থানীয় পুঁজিবাজার অবকাঠামো অর্থায়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি অবকাঠামো উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘গ্যারান্টকো’ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। অর্থমন্ত্রী বলেন, ‘সব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দিয়ে দেশের অর্থনীতি চালানো যাবে না। আবার সবাইকে মাফও করা যাবে না। ঋণখেলাপিদের মাফ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। ইচ্ছাকৃতভাবে যারা খেলাপি হয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অবশ্যই নিতে হবে। আমাদের ব্যাংকের সুদ না কমালে খেলাপি ঋণ কমানো যাবে না। সুদ কমাতে পারলেই আমাদের শিল্প-কারখানাগুলো বেঁচে যাবে। আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি সবার স্বার্থে এ কাজটি করতে চাইছি। এরই মধ্যে অনেক বিতর্ক হচ্ছে, অনেকে অনেক রকম কথা বলছেন। আমরা মাফ করে দিচ্ছি। মাফ কিন্তু সারা বিশ্বে করে দেয়। সারা বিশ্বেই ঋণখেলাপিদের মাফ করে দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের দেশে কিন্তু মাফ করার কোনো ব্যবস্থা ছিল না। আমাদের দেশের বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কার্যকর ছিল না, যে কারণে ব্যাংকে ঢুকলে সেখান থেকে বের হওয়ার পথ ছিল না। তাই আমরা আইনগুলো কার্যকর করে সেই আইনি প্রক্রিয়ায় সহনীয় পরিস্থিতি তৈরি করে সবাইকে এখান থেকে মাফ করার ব্যবস্থা করব।’ ¯িপকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে গতকাল গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিরোধীদলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর (সুনামগঞ্জ-৪) রিজার্ভ চুরি-সংক্রান্ত অপর সম্পূরক প্রশ্নে অর্থমন্ত্রী আ হ ম ম্স্তুফা কামাল বলেন, ‘১০০ মিলিয়ন ডলারের মতো আমাদের (বাংলাদেশ ব্যাংক থেকে) হ্যাকিং হয়েছিল। এর মধ্যে ৩০ মিলিয়নের মতো আমরা ফেরত পেয়েছি। এখন আমাদের ৬০ মিলিয়ন ডলারের ওপরে পাওয়া বাকি রয়ে গেছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে। তাই এ বিষয়ে সংসদে কিছু বলা ঠিক হবে না।’ আহসানুল হক টিপুর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘যেহেতু পুঁজিবাজার আর আমাদের অর্থনীতি ইন্টারওভেন অ্যান্ড ইন্টিগ্রেটেড, সংগত কারণেই পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকবে, অবশ্যই থাকবে। সেখানে কতটা থাকবে আমি এ মুহূর্তে বলতে পারছি না। তবে অবশ্যই পুঁজিবাজারকে শক্তিশালীভাবে চালানোর জন্য যা কিছু উপযোগ্য আমরা তার ব্যবস্থা করব। পুঁজিবাজার এখন নিয়ন্ত্রণে নেই। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই সেটাও বলব না। পুঁজিবাজারের যেসব সমস্যা আছে তা চিহ্নিত করা হয়েছে। একে একে সব সমস্যার সমাধান করা হবে।’ ব্যাংকের ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে আনার বিষয়ে সংসদ সদস্য ইসরাফিল আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যদি সিঙ্গেল ডিজিটের ওপরে হয় তাহলে যিনি ঋণ নিয়েছেন তিনি শোধ দিতে পারবেন না। আর যারা ঋণ দিয়েছেন তারাও পাবেন না। দিন শেষে হিসাব করলে দেখা যাবে, যেটা ৯ শতাংশ ধরা হচ্ছে সেটাও পাওয়া যাচ্ছে না। সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে বেসরকারি খাতে ৩১টি লাইফ ইন্স্যুরেন্স, ৪৫টি কোম্পানি নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা পরিচালনা করছে। আপাতত নতুন কোনো বেসরকারি লাইফ বা নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অনুমোদনের পরিকল্পনা সরকারের নেই।

সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের পদ্মা ব্যাংক-সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘ফারমার্স ব্যাংক এখন পদ্মা ব্যাংকে ট্রান্সফার হয়েছে। আমরা দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান, কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যাক এটা চাই না। আমরা চাই প্রতিটা ব্যাংক সাবলীলভাবে দেশে কাজ চালিয়ে যাক। সেখানে তাদের যে পরিমাণ সাহায্য-সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা দরকার সরকার তা অব্যাহত রাখবে। ফারমার্স ব্যাংক ফেইল করেছে, এর অর্থ এই নয় যে পদ্মা ব্যাংকও ফেইল করবে। আমি মনে করি, পদ্মা ব্যাংক ঘুরে দাঁড়াবে। যারা ফারমার্স ব্যাংকে বিনিয়োগ করেছিলেন, তারা পদ্মা ব্যাংক থেকে অবশ্যই সেই টাকা ফেরত পাবেন। পদ্মা ব্যাংক সেই টাকা ফেরত দিতে বাধ্য। ফারমার্স ব্যাংক যা দিত পদ্মা ব্যাংকও তা-ই দেবে।’ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর শস্যবীমা-সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘শস্যবীমার প্লাসেস-মাইনাসেস দুটোই আছে। মাঝেমধ্যে আমরা দেখতে পাই অনেক সময় নিজের গোডাউনে নিজে আগুন লাগিয়ে বীমা দাবি করে। তবে সবাইকে আমি দোষ দেব না।’

পুঁজিবাজারের অবকাঠামো অর্থায়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সালমান এফ রহমান বলেন, শেয়ারবাজার জোর করে ওঠানো-নামানো যায় না। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড্রু বেইনব্রিজ, আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, ডিসিসিআই সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর। গ্যারান্টকোর প্রধান নির্বাহী কর্মকর্তা লাসিথা পেরেরা সম্মেলনের একটি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সর্বশেষ খবর