শিরোনাম
শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

কাদের ফিরছেন দুই সপ্তাহ পর

নিজস্ব প্রতিবেদক

কাদের ফিরছেন দুই সপ্তাহ পর

বাইপাস সার্জারির পর সুস্থ হয়ে উঠতে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মোবাইল ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাকে আরও দুই সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে আসতে বলেন। গত বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ২০ মার্চ বাইপাস সার্জারির পর কাদের এই প্রথম কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বললেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু এই ফোনালাপের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফোনালাপে প্রধানমন্ত্রী আরও দুই সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরতে বলেছেন ওবায়দুল কাদেরকে। সে অনুযায়ী আরও দুই সপ্তাহ পর তিনি দেশে ফিরবেন। তিন দিন আগে ওবায়দুল কাদের মর্নিং ওয়াক করছেন এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, নিজে নিজেই তিনি স্বাভাবিক গতিতে হাঁটছেন। চিকিৎসকরা বলছেন, তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। শারীরিকভাবে তিনি এখন প্রায় স্বাভাবিক অবস্থায় চলে এসেছেন। তবে এখনো তিনি তার চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

সর্বশেষ খবর