শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

উন্নত হতে হলে দুর্নীতিমুক্ত হতে হবে

নিজস্ব প্রতিবেদক

উন্নত হতে হলে দুর্নীতিমুক্ত হতে হবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উন্নত হতে হলে দুর্নীতিমুক্ত হতে হবে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করি তা হলে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে না। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ রেখে যেতে চাই। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা দিবসের আলাচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত এই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তাকে এগিয়ে আসতে হবে। ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ভোক্তাকে ঠকানো যাবে না।  আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি ও সাবেক সচিব গোলাম রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহপরিচালক শফিকুল ইসলাম লস্কর। এর আগে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯’ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সর্বশেষ খবর