শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

বিচারকদের আরও দায়িত্বশীল হতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিচারকদের আরও দায়িত্বশীল হতে হবে

সুপ্রিম কোর্টে মামলার জট নিরসনের লক্ষ্যে আরও দায়িত্বশীলতার সঙ্গে মামলার বিচার কাজ পরিচালনার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগ) বিচারপতিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান প্রধান বিচারপতি। গতকাল বিকেলে সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। দায়িত্বশীল সূত্র জানায়, যে কোন আবেদন পাওয়ার পর রুল জারি বা আদেশ দেওয়ার ক্ষেত্রে হাই কোর্টের বিচারপতিদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি। বৈঠকে হাই কোর্ট ও আপিল বিভাগের ১৪ থেকে ১৫ জন বিচারপতি মামলাজট নিরসনে তাদের মতামত তুলে ধরেন। সভায় অন্যান্য বিচারপতিরা দ্রুত মামলার সংখ্যা কমিয়ে আনতে হলে উচ্চ আদালতে আরও বিচারক নিয়োর পরামর্শ দিয়েছেন। তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের বিচারকের সংখ্যা কম। তারপরও মামলা নিষ্পত্তির হার অনেক বেশি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রশাসনে দক্ষ জনবল নিয়োগেরও পরামর্শ দেন উপস্থিত বিচারপতিরা। সূত্র জানায়, সারা দেশে বর্তমানে ৩৬ লাখেরও বেশি মামলা বিচারাধীন। গত বছর মামলাজট বেড়েছে দুই লাখ ১৫ হাজার ২৫০টি। এমন প্রেক্ষাপটে মামলাজট নিরসনের উপায় খুঁজতে উচ্চ আদালতের সব বিচারপতির নিয়ে ফুলকোর্ট সভায় বসেন প্রধান বিচারপতি। গত শনিবার মামলাজট নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত ন্যাশনাল জাস্টিস অডিটের এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশের ৬৮ শতাংশ মানুষ আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় ন্যায়বিচার পাবেন বলে বিশ্বাস করেন। তবে তাদের মধ্যে ৮৭ শতাংশ স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী। অর্থাৎ মাত্র ১৩ শতাংশ বিচারপ্রার্থী প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার কাছে আসতে আগ্রহী।

সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রতিবেদন প্রকাশের এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আগামী এক মাসের মধ্যে উচ্চ আদালতের বিচারপতিদের সঙ্গে বৈঠক করার ঘোষণা দেন। এরপর রবিবার আপিল বিভাগে এক মামলার শুনানিতে ওই প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের মামলার নিরীক্ষা প্রতিবেদন দেখে তিনি প্রায় বিব্রত। এত মামলা! এভাবে চলতে পারে না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন সর্বোচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে বসবেন। সবাইকে বলবেন যে, এ অবস্থায় কী করবেন, দেখেন।

সর্বশেষ খবর