শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা
প্রাক-বাজেট আলোচনায় নোয়াব

৩১% শুল্ক-কর দিয়ে অসম্ভব হয়ে পড়ছে সংবাদপত্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সংবাদপত্র শিল্পের ক্ষেত্রে বর্তমানে আমদানি শুল্ক ভ্যাট (মূল্য সংযোজন কর) ও অগ্রিম আয়কর মিলিয়ে ৩১ শতাংশ কর পরিশোধ করতে হয়। এ ছাড়া কাগজের মূল্যবৃদ্ধিসহ সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এ শিল্পের অবস্থা ভালো নয়। এ অবস্থায় সংবাদপত্র প্রকাশ দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠকে নোয়াব সভাপতি মতিউর রহমানের নেতৃত্বে সংগঠনটির অন্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এনবিআর সূত্র জানায়, নোয়াব থেকে জানানো হয় যে, নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অগ্রিম আয়কর (এআইটি) ৫ শতাংশ এবং অন্যান্য খাতসহ মোট খরচ দাঁড়ায় ৩১ শতাংশ। প্রতি টন কাগজের দাম পড়ে প্রায় ৭০ হাজার টাকা। ছাপার খরচও বাড়ছে। এসব কারণে পত্রিকা প্রকাশ করা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। এ খাতের ব্যবসায়িক পরিস্থিতি মোটেও ভালো নয়। এটা দিনে দিনে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে।  এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বৈঠকে নোয়াবের তুলে ধরা বিভিন্ন দাবি বিবেচনার আশ্বাস দেন।

সর্বশেষ খবর