শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

আঘাতে লণ্ডভণ্ড উড়িষ্যা, নিহত ৮

পশ্চিমবঙ্গে ফণী, কলকাতা বিমানবন্দর বন্ধ, জনজীবনে বিপর্যয়

কলকাতা প্রতিনিধি

আঘাতে লণ্ডভণ্ড উড়িষ্যা, নিহত ৮

উড়িষ্যার পুরীতে আঘাত হানার পর রাস্তায় উল্টে যায় গাড়ি -সংগৃহীত

ভারতের উড়িষ্যায় ফণীর দাপটে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। শুক্রবার সকালেই ভারতের উড়িষ্যায় আছড়ে পড়ে স্লাইকোন ‘ফণী’। এদিন সকালে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা পুরীতে এই ঝড় আছড়ে পড়ে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৭৫ কিলোমিটার। এর ফলে পুরী ছাড়াও উড়িষ্যার গোপালপুর, পারাদ্বীপের মতো জায়গায় ভারি বৃষ্টি শুরু হয়েছে। একটানা বর্ষণের ফলে ওইসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এ ছাড়া মধ্যরাতে ভারতের পশ্চিমবঙ্গের ওপর তা ব চালায় ফণী। ফণী আতঙ্কে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। ফণীর কারণে উড়িষ্যা রাজ্যটির কেন্দ্রপাড়া জেলার রাজনগর ব্লকের গুপ্তি পঞ্চায়েত এলাকায় একটি আশ্রয়শিবিরে ঊষারানী বৈদ্য নামে ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধার মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই বৃদ্ধাকে যখন দেবেন্দ্রনারায়ণপুরের আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হচ্ছিল সেসময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরেকটি পৃথক ঘটনায় পুরী জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়, অন্যজনের মৃত্যু হয় প্রবল বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ার কারণে। দুজনকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। উড়িষ্যার সাক্ষীগোপাল জেলার হিরণপদ গ্রামে ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। প্রবল ঝড়ে তার গায়ে গাছ উপড়ে পড়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এর বাইরে গতকাল দেশটির বিভিন্ন স্থানে ঝড়ে কবলে পড়ে মানুষের মৃত্যু হয়। প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস থাকায় ইতিমধ্যেই পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, গজপতি, কটক, ময়ূরভঞ্জসহ উড়িষ্যার ১১টি উপকূলবর্তী জেলা থেকে ১১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খোলা হয়েছে একাধিক ত্রাণশিবির। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উড়িষ্যার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায়ও ফণীর তা ব শুরু হয়েছে। বজ্র-বিদ্যুৎসহ ঝড় সঙ্গে প্রবল ভারি বর্ষণে একাধিক বড় গাছ উপড়ে পড়েছে, বেশ কিছু কাঁচাবাড়িও ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। একাধিক নারিকেল গাছে আগুন ধরে গেছে। প্রবল বৃষ্টিপাতের ফলে রাজ্যটির উত্তর উপকূলবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গেও ঢুকেছে ফণী। শুক্রবার ভোর থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আর সকাল থেকে শুরু হয় বৃষ্টিপাত। রাজ্যটির কলকাতা, উত্তর চব্বিশপরগনা, দক্ষিণ চব্বিশপরগনা, মেদিনীপুর, নদীয়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে বাতাসের দাপট। দীঘার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সব পর্যটককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক তা ব চালিয়েছে ফণী। পশ্চিমবঙ্গের দিঘা ও মান্দাররমনিতে সমুদ্রের ঢেউ ১০ থেকে ১৫ ফুট উঁচু হয়ে আছড়ে পড়ে উপকূলে। সমুদ্র তীরের বাঁধ উপচে পানি ঢোকে লোকালয়ে। সন্ধ্যার পর থেকেই উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝড় শুরু হয়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি.। যা মধ্যরাতের দিকে আরও বৃদ্ধি পাবে বলে স্থানীয় আবহাওয়া অধিদফতর সূত্রে জানানো হয়। ঝড়ে মেদিনীপুরের মির্জাবাজার এলাকায় বেশকটি বাড়ির চাল উড়ে যায়। ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রাজ্য প্রশাসন, রেল, বিমানবন্দরসহ বিভিন্ন এজেন্সি ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি আটকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে রাশ টানা হয়েছে রেল পরিসেবাতেও। একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে রাজ্যে চলমান লোকসভা নির্বাচনী পর্বের মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় সমস্যায় পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। অনেকেই তাদের রাজনৈতিক কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আগামী ৪৮ ঘণ্টা তার নির্বাচনী প্রচারণা বাতিল করেছেন। এ মুহূর্তে তিনি রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার খড়গপুরে। ট্যুইট করে তিনি জানান, ‘২৪/৭ আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। আমি সমস্ত মানুষকে সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী দুইটি দিন আপনারা সতর্ক থাকুন ও নিজেদের নিরাপদে রাখুন।’  ইতিমধ্যেই আগামী দুই দিন রাজ্যের সব স্কুলে ছুটি ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও ছুটি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর