শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে আইটি বিশেষজ্ঞ অপহৃত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আতাউর রহমান শাহীন (৩৮) নামে একজন আইটি বিশেষজ্ঞ অপহৃত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আকিজ হাউস অফিসের সামনের ফুটপাথ থেকে অপহৃত হন তিনি। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ। শাহীন বেঙ্গল গ্লাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অপহৃতের স্বজনরা অভিযোগ করেছেন। থানা পুলিশ স্পটে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আকিজ হাউস অফিসের সামনের ফুটপাথ থেকে তাকে তিন ব্যক্তি ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অপহৃতের স্ত্রীর বোনের স্বামী মো. মঞ্জু সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চলের আকিজ হাউসে কাজ করতে যান আতাউর রহমান শাহীন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বের হন। ওই সময় সিসি ক্যামেরায় ফুটপাথের সামনে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনজন লোক পেছনে দাঁড়ায়, আর মাইক্রোবাসটি সামনে চলে আসে। মোবাইলে চোখ থাকায় সম্ভবত শাহীন কিছু খেয়াল করেননি। মাইক্রোবাসটির ভিতর থেকে একজন দরজা খোলেন এবং শাহীনের পেছনে দাঁড়ানো তিনজন তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে তেজগাঁও বিভাগের (শিল্পাঞ্চল) অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক বলেন, ‘আমরা যত দূর জেনেছি অপহৃত ব্যক্তি ভারতের বেঙ্গালুরু থেকে আইটির ওপর পড়াশোনা করেছেন। তাকে উদ্ধারে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে।’ শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার সালমান হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৪টা থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে এখন পর্যন্ত বলার মতো কোনো উন্নতি হয়নি।’

সর্বশেষ খবর