সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা
জিএম কাদের বললেন

এরশাদের নির্দেশনায় দল চলবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিকভাবে অসুস্থতার কারণে পার্টির কাজকর্ম করতে পারছেন না। এতে পার্টির স্বাভাবিক গতিতে স্থবিরতা এসেছে। তাই পার্টি চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। পার্টি চেয়ারম্যান শনিবার রাতে সংবাদ সম্মেলন করে তার অবর্তমানে আমাকে পার্টির চেয়ারম্যান নিযুক্ত করেছেন। যাতে হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে দলের মধ্যে কোনো বিভ্রান্তি না হয়। এতে নেতা-কর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেন, হুসেইন মুহম্মদ এরশাদই আমাদের নেতা। তিনি যতদিন বেঁচে আছেন, তার নির্দেশনা অনুযায়ীই জাতীয় পার্টি চলবে। গতকাল বনানী অফিসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে গোলাম মোহাম্মদ কাদের এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কাউন্সিল আয়োজন করাটাই এখন আমাদের মূল কাজ। আর এ কারণেই আমাদের অনেক কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান তার ক্ষমতাবলে পার্টি পরিচালনায় নির্দেশনা দিয়ে থাকেন। এটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, শফিকুল ইসলাম শফিক, হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, শফিউল্লাহ শফি, কর্নেল সাব্বির আহমেদ, এম এ রাজ্জাক খান, এনাম জয়নাল আবেদীন প্রমুখ।

সর্বশেষ খবর