বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা
বিশেষজ্ঞ অভিমত

বেতনের আওতায় নিন চালকদের

-কারার মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক

বেতনের আওতায় নিন চালকদের

যোগাযোগ বিশেষজ্ঞ সাবেক সচিব কারার মাহমুদুল হাসান বলেন, সড়কে অব্যবস্থাপনায় মূল কারণ চালকদের কোনো বেতন কাঠামো না থাকা। যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ঠেলে না দিয়ে তাদের চাকরি কাঠামোতে আনতে হবে। দূরপাল্লা কিংবা নগর পরিবহনে চালকদের নিয়োগপত্র দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, নিয়োগপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। নিয়োগপত্র সংযুক্ত এই কাগজের এক কপি বিআরটিএ, জেলা প্রশাসন, থানাসহ প্রয়োজনীয় জায়গাগুলোতে পাঠাতে হবে। এতে সড়কে আইন অমান্য করলে কিংবা দুর্ঘটনায় দায়ী থাকলে চালকদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। অধিকাংশ দুর্ঘটনার পরে দেখা যায় গাড়ির চালক এবং হেলপার পালিয়ে গেছে। নিয়োগপত্রের আওতায় আনলে তাদের স্থায়ী ঠিকানায় পৌঁছে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহজ হবে। ঢাকা চাকা চালকদের বেতন কাঠামোর আওতায় এনে সুষ্ঠুভাবে পরিবহন সেবা দিয়ে যাচ্ছে। অন্য পরিবহন কোম্পানিতেও এ পদ্ধতি বাধ্যতামূলক করা উচিত।

সর্বশেষ খবর