বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা
বিশেষজ্ঞ অভিমত

অব্যবস্থাপনায় বেহাল সব কিছু

-স্থপতি মোবাশ্বের হোসেন

নিজস্ব প্রতিবেদক

অব্যবস্থাপনায় বেহাল সব কিছু

নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, গণপরিবহন খাতে বিশৃঙ্খলার মূল কারণ অব্যবস্থাপনা। সমন্বয়হীনতা এবং আইন না মানার কারণে নাগালের বাইরে চলে যাচ্ছে পুরো এই খাত। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ফাঁকে প্রতিদিন বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, রাজধানীতে রাস্তার তুলনায় বেড়েছে পরিবহনের সংখ্যা। রাস্তার পরিমাণ না বাড়িয়ে তৈরি করা হয়েছে ফ্লাইওভার। জোরে গাড়ি চালিয়ে ফ্লাইওভার থেকে নেমে ঘণ্টাখানেক অপেক্ষা করতে হচ্ছে রাস্তার মুখে। মহাপরিকল্পনা করে সমন্বয়ের ভিত্তিতে উন্নয়ন কর্মকা  পরিচালিত না হলে তাতে জনভোগান্তি বাড়বে। এই নগর বিশ্লেষক আরও বলেন, প্রায় প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ। দুর্ঘটনার কারণ বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তৈরি হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। কালক্ষেপণ না করে চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর