শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

অধিক মুনাফার জন্য দাম বাড়ালে কঠিন শাস্তি আখিরাতে

শফিকুল ইসলাম সোহাগ

অধিক মুনাফার জন্য দাম বাড়ালে কঠিন শাস্তি আখিরাতে

মাওলানা ফরিদ উদদীন মাসঊদ

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খতিব ও জমিয়াতুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরিদ উদদীন মাসঊদ বলেছেন, পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করে রোজাদারদের যারা কষ্ট দেবে ইসলামী বিধান অনুযায়ী পরকালে আল্লাহতায়ালা তাদের কঠিন শাস্তির সম্মুখীন করবেন। তিনি বলেন, ইসলামী বিধান অনুযায়ী রমজানে দ্রব্যমূল্য শুধু সহনশীল পর্যায়েই নয়, অন্যান্য মাসের তুলনায় আরও কম রাখার কথা বলা হয়েছে। অথচ আজকে আমরা লক্ষ্য করছি, রমজান মাস এলে দ্রব্যমূল্য অনেক বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। এ ধরনের নিষ্ঠুর আচরণ আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। যারা এ কাজ করে তারা আল্লাহতায়ালার মাহাত্ম্য উপলব্ধি করতে ব্যর্থ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল্লামা ফরিদ উদদীন মাসঊদ আরও বলেন, রজমানুল মুবারক আল্লাহতায়ালার রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। আল্লাহতায়ালা এ মাসে শুধু মুসলমানদেরই নন, সব সৃষ্টির জন্য রহমত ও বরকতের দরজা খুলে দেন। আর এ রহমত ও মাগফিরাতের অধিকারী হতে পারে তারাই যারা আল্লাহর নির্দেশমতো নিজের জীবনকে অন্যদের কল্যাণে ও সৎ পথ প্রদর্শনে ব্যয় করেন। তিনি বলেন, রসুল (সা.) স্পষ্ট বলেছেন, রমজান হলো সহানুভূতি প্রদর্শনের মাস, সহমর্মিতার মাস। এ মাসে কেউ যদি সহমর্মিতা প্রদর্শন করে এবং কেউ যদি অধীনস্থদের কাজের ভার লাঘব করে দেয় তবে আল্লাহতায়ালা আখিরাতেও তার বোঝা লাঘব করে দেবেন। রমজান মাসে কাউকে যেন কোনোরূপ কষ্ট দেওয়া না হয়। পবিত্র রমজানে সবারই কর্তব্য হচ্ছে পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা। বিশেষ করে ব্যবসায়ী সমাজ রমজান মাসে যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না করে, অন্তত মানুষের নাগালের মধ্যে রাখে। এতে তারা আল্লাহর পথে বিপুল সওয়াব লাভ করতে সক্ষম হবেন।

সর্বশেষ খবর