শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

আমৃত্যু থাকলে কারাগার বৃদ্ধাশ্রম হবে

নিজস্ব প্রতিবেদক

আমৃত্যু থাকলে কারাগার বৃদ্ধাশ্রম হবে

যাবজ্জীবন কারাদন্ড মানে আমৃত্যু কারাবাস হলে দেশের কারাগারগুলোতে বৃদ্ধাশ্রম খুলতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। গতকাল ‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস হবে’- এ সংক্রান্ত আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে করা আবেদনের শুনানিতে তিনি এমন মন্তব্য করেন। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে এ বিষয়ে অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনার জন্য ১৬ মে দিন ঠিক করেছে। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে, আসামির রিভিউ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী শিশির মনির। শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বর্তমানে ৫ হাজার ৫৩৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে রয়েছেন। তারা জানেন না, তাদের কত বছর কারাগারে থাকতে হবে।’ শুনানির এক পর্যায়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতকে বলেন, ‘বিষয়টি দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন।’

সর্বশেষ খবর