রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা
বিশেষজ্ঞ অভিমত

মূল কারণ নানা সংকট চাপ ও প্রতিযোগিতা

ডা. মোহিত কামাল

নিজস্ব প্রতিবেদক

মূল কারণ নানা সংকট চাপ ও প্রতিযোগিতা

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগে মানসিক রোগীর সংখ্যা ছিল হাতেগোনা। কিন্তু এখন রোগী বাড়ছে জ্যামিতিক হারে। সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে এদের বেশিরভাগই তরুণ এবং হতাশাগ্রস্ত। তিনি আরও বলেন, এসব তরুণ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারাচ্ছে। প্রযুক্তির উৎকর্ষ জীবনযাপনকে চাপে ফেলছে, তৈরি করছে সংকট, বাড়াচ্ছে প্রতিযোগিতা। এগুলো মানসিক রোগের অন্যতম উৎস। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটের অতি ব্যবহার শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রা ব্যাহত করছে। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা এসব চাপের মধ্যে থাকায় ব্রেনের ভারসাম্য নষ্ট হচ্ছে। মনস্তাত্ত্বিক সক্ষমতা, মানিয়ে নেওয়ার শক্তি হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছে মানুষ।

সর্বশেষ খবর