রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

খাদ্যে ভেজাল রোধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হবে

আরাফাত মুন্না

খাদ্যে ভেজাল রোধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হবে

মনজিল মোরসেদ

খাদ্যে ভেজাল রোধে অনেক আইন ও উচ্চ আদালতের রায় থাকলেও কমছে না ভেজাল। প্রতিদিনই ভেজালের খবর পাওয়া যাচ্ছে। চলছে অভিযান। সমানতালে চলছে খাদ্যে ভেজাল মেশানোর কাজ। এসব ভেজাল রোধে তাই শুধু জরিমানা বা সাময়িক দ- না দিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হবে বলেও মনে করেন জনস্বার্থ মামলার আইনজীবী হিসেবে পরিচিত অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্টও। গতকাল মনজিল মোরসেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের দেশে খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে অনেক আইন রয়েছে। এ ছাড়া এইচআরপিবির পক্ষ থেকে রিট করার পরও উচ্চ আদালত থেকে খাদ্যে ভেজাল রোধে অনেক রায়ও এসেছে।’ তিনি বলেন, ‘ভেজাল রোধে আইন ও উচ্চ আদালতের রায়গুলোকে মাঠপর্যায়ে আরও বেশি কার্যকর করতে হবে।’ তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল রোধের দায়িত্বে থাকা সংস্থাগুলোর নিয়মিতই অভিযান পরিচালনার কথা। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এসব অভিযানের জন্য প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম থাকে না। তাই অভিযানও হয় না। আইনগুলো কার্যকর করতে হলে এসব সংস্থার প্রয়োজনীয় লোকবল ও সাপোর্ট নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘অভিযান করে শুধু জরিমানা ও সাময়িক দন্ড না দিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হবে; যাতে খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষ হত্যার দায়ে দায়ীদের মৃত্যুদন্ড  দেওয়া যায়।’ দু-এক জন হোতার মৃত্যুদ  হলেই খাদ্যে ভেজাল অনেকটাই কমে আসবে বলেও মত এই আইনজীবীর।

 

সর্বশেষ খবর