রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানে ফাইভ স্টার হোটেলে জঙ্গি হানা

শ্বাসরুদ্ধকর অভিযান

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্দরনগরী গদারের পাঁচ তারকা হোটেল পার্ল কন্টিনেন্টালে বন্দুক হামলা হয়েছে। গতকাল স্থানীয় সময় বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে তিন থেকে চারজন হামলাকারী বন্দুক নিয়ে ওই হোটেলে হামলা চালায়। সূত্র : এএফপি, দৈনিক ডন।

প্রাথমিক খবর অনুযায়ী, বন্দুকধারীদের গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, হোটেলটিতে ঢোকার মুহূর্তে নিরাপত্তাবাহিনীর সদস্যরা চ্যালেঞ্জ জানালে গুলি নিক্ষেপ করে বন্দুকধারীরা। এতে আহত এক নিরাপত্তারক্ষী মারা গেছেন।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে, তারা চীনা এবং অন্য বিদেশি বিনিয়োগকারীদের টার্গেট করেছিল। প্রসঙ্গত, তিন সপ্তাহ আগে এই বেলুচিস্তানেই একটি বাস থেকে নামিয়ে দেশটির নৌবাহিনী ও নিরাপত্তাবাহিনীর ১৪ সদস্যকে হত্যা করে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। দীর্ঘদিন ধরে পাকিস্তানের দরিদ্র এবং বৃহত্তম এ প্রদেশের কিছু গোষ্ঠী স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে।

সর্বশেষ খবর