শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

ওয়াসার প্রতিবেদনে ময়লা পানি রাজধানীর ৫৯ এলাকায়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার হটলাইন নম্বরে গত তিন মাসের ময়লা পানির অভিযোগের তালিকা বিশ্লেষণ করে ১০টি জোনের ৫৯ এলাকার পানি বেশি ময়লা বলে এক প্রতিবেদন জানানো হয়েছে। ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খান ১৩ মে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পাস) এবং ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহকৃত বাসাবাড়ির ট্যাপে পানি পরীক্ষার পর আদালতের নির্দেশে গঠিত কমিটির আহ্বায়কের কাছে এ প্রতিবেদন পাঠান। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে প্রতিবেদনটি আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনটি উপস্থাপনের একপর্যায়ে হাই কোর্ট ওয়াসার এমডিকে উদ্দেশ করে বলেন, ‘ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেছেন যে শতকরা ১০০ ভাগ পিওর পানি উৎপাদন করেন। এটা যেমন সত্য কথা, তেমনি এটাও ঠিক যে আপনার (ওয়াসার এমডি) দায়িত্ব বাসা পর্যন্ত পিওর ও নিরাপদ পানি পৌঁছানো। কারণ আপনার সংস্থার নাম ওয়াসা। আদালত বলেন, পানি খুবই স্পর্শকাতর। এর মাধ্যমে রোগজীবাণু ছড়ায় বেশি।’ প্রতিবেদনে বলা হয়, ‘ময়লা পানির অভিযোগের তালিকা বিশ্লেষণ করে ময়লা পানি প্রাপ্তির প্রবণতা বেশি লক্ষ্য করা যায়- মডস জোন-১ : যাত্রাবাড়ী, বাসাবো, মুগদা, রাজারবাগ, কুসুমবাগ, জুরাইন, মানিকনগর, মান্ডা, ধোলাইপাড় ও মাতুয়াইল; মডস জোন-২ : ভাগলপুর, লালবাগ, বকশীবাজার ও শহীদনগর; মডস জোন-৩ : জিগাতলা, ধানমন্ডি, শুক্রাবাদ, কলাবাগান, ভূতের গলি ও মোহাম্মদপুর; মডস জোন-৪ : শেওড়াপাড়া, পীরের বাগ, মনিপুর, পাইকপাড়া, কাজীপাড়া ও মিরপুর; মডস জোন-৫ : মহাখালী ও তেজগাঁও; মডস জোন-৬ : সিদ্ধেশ্বরী, শাহজাহানপুর, খিলগাঁও, মগবাজার, নয়াটোলা, রামপুরা, মালিবাগ ও পরীবাগ; মডস জোন-৭ : কদমতলী, ধনিয়া, শ্যামপুর, রসুলবাগ, মেরাজনগর, পাটেরবাগ, শনির আখড়া, কোনাপাড়া ও মুসলিমনগর; মডস জোন-৮ : বাড্ডা, আফতাবনগর, ভাটারাসহ চারটি এলাকা; মডস জোন-৯ : উত্তরা, খিলক্ষেত, ফায়েদাবাদ, মোল্লার টেক ও রানাভোলা; মডস জোন-১০ : কাফরুল, কাজীপাড়া, মিরপুর, কচুক্ষেত ও পল্লবী।’ ওয়াসাকে উত্তর-দক্ষিণে ভাগ করার সুপারিশ : ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো রাজধানীতে সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি ও নাগরিক সেবা বাড়াতে ওয়াসাকে উত্তর দক্ষিণে ভাগ করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব পদক্ষেপ নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ।

সর্বশেষ খবর