শিরোনাম
শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আমদানি-রপ্তানির আড়ালে যারা অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা আন্ডার ও ওভার ইনভয়েস করে তাদের চিহ্নিত করে জরিমানার পাশাপাশি কঠোর শাস্তির আওতায় আনা হবে। এজন্য এখন থেকে মানি লন্ডারিং প্রতিরোধে আমদানি-রপ্তানি পণ্য যথাযথভাবে স্ক্যানিং করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, অর্থ পাচার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার। গতকাল সচিবালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ সম্পর্কিত জাতীয় সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সর্বশেষ খবর