শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

ধান পুড়িয়ে ফেলা অশনিসংকেত

নিজস্ব প্রতিবেদক

ধান পুড়িয়ে ফেলা অশনিসংকেত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ধানের মূল্য না পেয়ে অনেক কৃষক জমিতে আগুন দিয়ে ধান পুড়িয়ে ফেলছেন। এটা দেশের জন্য অশনিসংকেত। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু সরকার কৃষকের সমস্যাকে পাশ কাটিয়ে যাচ্ছে ও অবহেলা করছে।’ গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক  কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান প্রমুখ। বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে রাঙামাটির মৈত্রী বৌদ্ধ বিহারের সদস্য কৌ ণ্য ভিক্ষু, পাঞ্চা বংশ ভিক্ষু, সুশীল বড়ুয়া, জন  গোমেজ ও জিয়া পরিষদের নেতা সুভাষ চন্দ্র চাকমা উপস্থিত ছিলেন। ড. মোশাররফ হোসেন বলেন, ‘দেশের মানুষ এখন নিরাপদে নেই। আজকে মানুষের মধ্যে কোনো শান্তি নেই, কারণ দেশে গণতন্ত্র নেই। গায়ের জোরে সরকার পরিচালিত হচ্ছে।  সরকার বলছে, খাদ্য মন্ত্রণালয় কিছু চাল বিদেশে রফতানি করার চেষ্টা করছে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে সরকার চাল আমদানি করছে। এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে। কৃষকদের কাছ থেকে যদি বেশি দামে ধান কেনা হতো, তাহলে তারা পুড়িয়ে ফেলত না।’

সর্বশেষ খবর